শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

আইইডিসিআরের ৪ কর্মী আক্রান্ত, ফ্লোরাসহ ৮ কর্মকর্তা কোয়ারেন্টিনে

তরফ নিউজ ডেস্ক : সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) চার কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারণে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ আট কর্মকর্তা হোম কোয়ারেন্টিনে আছেন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আইইডিসিআরের নমুনা সংগ্রহকারীসহ চার কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও ভাইরোলজি ল্যাবের প্রধান অধ্যাপক এএসএম আলমগীরসহ আট কর্মকর্তা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।’

আক্রান্ত চার জন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানর খান বলেন, ‘আইইডিসিআরের চার কর্মী করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সংস্পর্শে গিয়েছিলেন এমন অন্য কয়েকজন বর্তমানে বাসা থেকে কাজ করছেন।’

তিনি বলেন, ‘গত ৭ এপ্রিল ওই চার জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এ ছাড়া, নতুন কারো ফল পজিটিভ আসেনি।’

তিনি জানান, আক্রান্ত চার জনের মধ্যে একজন প্রতিষ্ঠানটির ক্লিনার, একজন এমএলএসএস (অফিস সহায়ক), একজন কম্পিউটার অপারেটর ও অপরজন নমুনা সংগ্রহকারী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইইসিডিআরের চার কর্মীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ কয়েকজন কর্মকর্তা বাসা থেকে কাজ করছেন।’

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি।

সূত্র : দ্য ডেইলি স্টার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com