শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন
জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) : দেশে চলমান করোনার প্রকোপে অচল সারাদেশ তাই কর্মহীন হয়ে পড়ছে বেশিরভাগ মানুষ। এতে দরিদ্র জনগোষ্ঠী হয়ে পড়েছেন আরও অসহায়। দুশ্চিন্তায় দিন কাটছে নিম্ন আয়ের এসব মানুষের। আর তাই কর্মঝুঁকিতে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ জেলা যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও চুনারুঘাট উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন।
শুক্রবার রাতে নিজস্ব অর্থায়ানে নিজ এলাকা উপজেলার গোগাউড়া, মমিনপুর, বাগবাড়ি বাড়ি বাড়ি গিয়ে ৩শতাধিক অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এসময় তিনি অতিপ্রয়োজনীয় কাজ ছাড়া ঘর হতে বের না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, করোনার বিস্তাররোধে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কিছুক্ষণ পরপর সাবান-পানি দিয়ে হাত ভালভাবে ধুতে হবে। ভাইরাস সংক্রমণে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে, সরকারের নির্দেশনা মেনে চলুন, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া ঘর থেকে বের হবেন না। সরকারের পাশাপাশি দুর্যোগপূর্ণ এই সময়ে কর্মহীন হয়ে পড়া নিম্নবিত্তের মানুষদের জন্য খাদ্যসহ পৌঁছে দেয়ার চেষ্টা করছি আপনারা ঘরে থাকুন নিরাপদে থাকুন।
এসময় উপস্থিতছিলেন উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক খোকন চৌধুরী, ছাত্রলীগ নেতা এসএম সুহাগ, পৌর যুবলীগ নেতা সুহাগ চৌধুরী ,সুমন শেখ, কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরাসহ আরো অনেকেই।