শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন
শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মিতালী ম্যানশনের ৩৫ টি দোকানের ব্যবসায়ীদের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন মালিকপক্ষ। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে মার্কেটের মালিক ফিরুজ মিয়ার ছেলে আনোয়ার হোসেন এ কথা জানান।
শ্রীমঙ্গলের সুপরিচিত বিপনী মিতালী ম্যানশনের ব্যবসায়ীদের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করায় ও মালিকপক্ষের মহানুভাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেছেন ঐ মার্কেটের ব্যবসায়ীরা।
শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মিতালী ম্যানশনের ব্যবসায়ী শেফু মিয়া, ইয়াকুব আলী, জামাল উদ্দিন ও রিংকু সরকার। তারা বলেন, তাদের মালিক মার্কেটের ৩৫টি দোকানের পুরো এপ্রিল মাসের ভাড়া মওকুফের সিদ্ধান্ত আমাদের জানালে আমরা মালিকপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা হারিয়ে ফেলেছিলাম। জাতির এ দুঃসময়ে যেভাবে আমাদের মার্কেটের মালিক আনোয়ার হোসেন মসুদ এগিয়ে এসেছেন তাঁর মানবিক হৃদয় নিয়ে তা আমাদেরকে ব্যাপকভাবে উদ্বেলিত করেছে। আমরা বেশ চিন্তায় ছিলাম করোনা ভাইরাসের কারনে সাধারণ ছুটি ও লকডাউনের জন্য সব ব্যবসা প্রতিষ্টান বন্ধ নিয়ে। অনির্দিষ্টকালের জন্য হটাৎ আসা দুঃসময় আমাদের মতো আরো অন্যান্য ব্যবসায়ীদেরও দুশ্চিন্তার মধ্যে ফেলেছে। আমরা এ রকম একজন ব্যক্তির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ কারনে যে তিনি, সুদূর লন্ডন থেকে দেশের মানুষের এই বিপদের দিনে নিজ থেকেই এগিয়ে এসেছেন।
এ সময় লন্ডন থেকে সাংবাদিকদের সাথে ভিডিও কনফারেন্সে যোগদেন আনোয়ার হোসেন মসুদ। তিনি বলেন, বৈশ্বিক এ কঠিন সময়ে দেশের মানুষের পাশে থাকার প্রত্যয়ে আমি এ সিদ্ধান্তটি নিয়েছি পরিস্থিতি যদি আরো অবনতির দিকে যায় তাহলে আমি পরবর্তী দিনগুলোর কথাও চিন্তা করব। সাংবাদিকদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে অন্য মালিক ও বিত্তশালীদের প্রতি ৷ আপনারা এগিয়ে আসুন, এখনি সময় সমাজকে কিছু দেবার। যাদের মার্কেট বা ঘরভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতে হয় না তাদের বিশেষ করে আমি অনুরোধ করব, অন্ততপক্ষে জাতির এই দুঃসময়ে আপনার মানবিক ও প্রকৃতভাবে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসুন।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী, চৌধুরী ভাস্কর হোম, সাজন আহমেদ রানা, আহমেদ ফারুক মিল্লাদ, নান্টু রায়, সব্যসাচী পুরকায়স্থ প্রমুখ