শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

লাকসামে করোনায় আরও একজন শনাক্ত, হাসপাতালে ভর্তি

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: লাকসামে আরও একজনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ করোনা ভাইরাস পাওয়া গেছে। এনিয়ে লাকসামে দুইজন কোভিড-১৯ এর সংক্রমণ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ওই ব্যক্তির কোভিড-১৯ সংক্রমণের রিপোর্ট উপজেলা স্বাস্থ্য বিভাগে আসার পর খবর পেয়ে আক্রান্ত ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যায়। চারদিকে খোঁজাখুঁজির পর ওই আক্রান্ত ব্যক্তিকে পাশ্ববর্তী এলাকার একটি মোটরগাড়ির গ্যারেজ থেকে উদ্ধার করে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি টিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তি লাকসাম পৌর এলাকার একটি মসজিদে থাকে এবং মাঝে মধ্যে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। ওই ব্যক্তির বাড়ি ভোলায় বলে জানান স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল আলী জানান, লাকসাম উপজেলায় এ পর্যন্ত সন্দেহভাজন ৪৮জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, ৩৮জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ২জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ করোনা ভাইরাস প্রজেটিভ পাওয়া গেছে। বাকি ১০জনের রিপোর্ট এখনো আসেনি।

এদিকে গত ১৬ এপ্রিল লাকসামে প্রথমবারের মতো আক্রান্ত হওয়া যুবক এখন সুস্থ রয়েছেন। তার পরিবারের কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। আজকে শনাক্ত হওয়া রোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com