শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

সিলেটে আরও ১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত

নিজস্ব প্রতিনিধি : সিলেটে নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় এই ১৬ জনের করোনা শনাক্ত হয়।

এই তথ্য নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, ‌বৃহস্পতিবার ওসমানী মেডিকেলের করোনা পরীক্ষাগারে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের করোনা পজেটিভ আসে।

এনিয়ে সিলেট বিভাগে মোট ৪৯ জন করোনা রোগী শনাক্ত হলেন। এরমধ্যে এক চিকিৎসকসহ দুজন মারা গেছেন। বুধবার ওসমানীতে পরীক্ষায় ১৩ জনের করোনা পজেটিভ আসে।

বৃহস্পতিবার মৌলভীবাজারে কোনো নতুন রোগী শনাক্ত হননি। শনাক্ত হওয়া ১৬ জন সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বলে জানান তিনি। এরমধ্যে সিলেটে ৫, সুনামগঞ্জ ৮ ও হবিগঞ্জে ৩ জন শনাক্ত হন।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখেলেছুর রহমান উজ্জ্বল জানিয়েছেন তার জেলায় বৃহস্পতিবার নতুন করে বাহুবল, আজিমিরিগঞ্জ ও মাধবপুরে একজন করে রােগী শনাক্ত হয়েছেন। এদের একজন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার। বাকী দুজন নারী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com