শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও নয় জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৪০। এ ছাড়া, আক্রান্ত আরও ৩০৯ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৪ হাজার ৯৯৮ জনকে শনাক্ত করা হয়েছে।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩০৯ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৯৮ জন। মারা গেছেন আরও নয় জন। তাদের মধ্যে পাঁচ জন নারী ও চার জন পুরুষ। নয় জনের মধ্যে সাত জনের বয়স ৭০ এর বেশি, ৫১-৬০ বছরের মধ্যে একজন ও ষাটোর্ধ্ব একজন। তাদের মধ্যে ঢাকায় তিন জন ও ঢাকার বাইরে ছয় জন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৪০ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
সেই হিসাবে দেশে প্রথম মৃত্যুর পর ৩৮ দিনে মৃতের সংখ্যা বেড়ে ১৪০ জন এবং প্রথম আক্রান্তের পর ৪৮ দিনে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৯৮ জনে পৌঁছেছে।