শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: এক টুকরো মাটিও যেন খালি না থাকে। করোনা ভাইরাস দুর্যোগকালিন সময়ে নিজ বাড়িতে বেশি করে সবজি চাষ করে নিজেদের পুষ্টি চাহিদা পূরণ করতে হবে এবং ধান চাষের পাশাপাশি সবাইকে সবজি চাষ করতে হবে।
করোনা মহামারীর কারনে ভবিষ্যৎ শাকসবজি সংকটের কথা মাথায় রেখে নওগাঁর রাণীনগরে সাবেক ছাত্রলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম শফিকের নিজ উদ্যোগে উপজেলার মাধাই মুড়ি গ্রামের প্রায় ৩শ পরিবারের মাঝে শাকসবজির চারা বিতরণ করা হয়েছে।
জনসমাগম না করে সোমবার বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে এসব শাকসবজির চারা বিতরণ করেন তিনি।