বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : বরিশাল নগরীর কালীবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে ডা. এম এ আজাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি শের-ই-বাংলা মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ছিলেন।
স্বজনরা জানান, মেডিকেলে দায়িত্ব পালন শেষে শহরে কালীবাড়ি রোডে মমতা স্পেশালাইজড হাসপাতালে রোগী দেখতেন ডা. আজাদ। বহুতল ওই ভবনের দোতলায় চেম্বার ও ৭ তলায় থাকতেন ডা. আজাদ।
বিষয়টি রহস্যজনক বলে মনে করে এর তদন্ত ও বিচার দাবি করেছেন স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি দুর্ঘটনা হতে পারে।
মমতা স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. জহিরুল হক মানিক জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) সাহরির সময় ঢাকা থেকে ডা. আজাদের স্ত্রী ফোনে যোগাযোগ করে না পাওয়ায় মমতা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। হাসপাতাল কর্তৃপক্ষ ওই ডাক্তারের রুমে তালা দেয়া দেখে পুলিশে খবর দেয়। সকালে পুলিশের উপস্থিতিতে ওই কক্ষের তালা ভাঙা হয়। এরপর খোঁজাখুঁজি চলতে থাকে ১০ তলা হাসপাতালের বিভিন্ন স্থানে।
একপর্যায়ে হাসপাতালের এক কর্মী নিচতলায় লিফটের নিচে ডাক্তারের মরদেহ দেখতে পান।
পুলিশ সুরতহাল করে দুপুরে মরদেহ ময়নাতন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
এ ঘটনার তদন্ত শুরু করেছ পুলিশ। এটা হত্যা না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।