বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

করোনায় হবিগঞ্জে আরও চারজন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮০ জনের পরীক্ষা করা হয়। এরমধ্যে চারজনের পজিটিভ আসে।

এ চার জনের মধ্যে লাখাই উপজেলার ৩ জন, সদর উপজেলার ১ জন। এদের মধ্যে নারী ২ জন, পুরুষ ২ জন, তাদের বয়স ২৩ থেকে ৫০ এর মধ্যে। এ নিয়ে হবিগঞ্জে মোট আক্রান্ত ৫২ জন।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মুখলিছুর রহমান উজ্জল বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসা এক ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ আসে। তিনিই হবিগঞ্জের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি ছিলেন।

এরপর ২০ এপ্রিল এক চিকিৎসক ও এক নার্সসহ ১০ জন, ২১ এপ্রিল একজন নার্সসহ দুইজন, ২২ এপ্রিল পাঁচজন, ২৩ এপ্রিল স্বাস্থ্যকর্মীসহ তিনজন, ২৪ এপ্রিল চিকিৎসকসহ পাঁচজন এবং ২৫ এপ্রিল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও তিন ম্যাজিস্ট্রেটসহ আরও ২২ জনের করোনা পজিটিভ, ২৬ এপ্রিল আরও একজন, সবশেষ ২৮ এপ্রিল আরও চারজনের করোনা পজিটিভ আসে। সব মিলিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫২ জন। এরমধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com