বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ধান ক্ষেত থেকে ডাকাতের গলাকাটা লাশ উদ্ধার বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সীমানা পরিবর্তন হলো ৪৬ সংসদীয় আসনের চুনারুঘাটে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ:  লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের নেতা নুর চুনারুঘাটে বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত চুনারুঘাটের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার সচিব পদে পদোন্নতি বাহুবলে দলিল লিখক সমিতির নয়া কমিটি গঠিত

বাহুবলে স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবলে আওয়ামী লীগ মনোনীত হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী শাহ নওয়াজ মিলাদ গাজীর পক্ষে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মোহনা কমিউনিটি সেন্টারে উক্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুকুর রশীদ ফারুক এর সভাপতিত্বে এবং শামছুদ্দিন রুবেল ও এমরানুল হক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শিশু ও পরিবার কল্যান সম্পাদিকা সাঈদা চৌধুরী,

প্রধান বক্তা হিসেবে কর্মীসভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, বিশেষ অতিথি বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই, বিশেষ বক্তা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী। সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কয়েছ চৌধুরী, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য রওশন জেবীন রুবা ও শাহ নওয়াজ মিলাদ গাজীর সহধর্মীনি নাসিমা খানম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, আব্দুর রউফ, মোস্তাক গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. তারা মিয়া, কৃষকলীগের সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সোহেল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম রশীদ আহমেদ, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, আরজু মিয়া, সাহেব আলী তালুকদার প্রমূখ।

বক্তারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভানেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী শাহ নওয়াজ মিলাদ গাজীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সংকীর্ণ ভেদাভেদ ভুলে স্বাধীনতার প্রতীক নৌকার পক্ষে গণ জোয়ার সৃষ্টির লক্ষ্যে তৃণমুল পর্যায়ে গণসংযোগ বৃদ্ধির আহবানও জানান।

কর্মীসভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ সহ প্রত্যেক ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com