শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

এইচএসসি পরীক্ষার বিষয় কমিয়ে আনা হবে: শিক্ষামন্ত্রী

তরফ নিউজ ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি ও সমমান) দিন ও বিষয় কমিয়ে আনার চিন্তা করছে সরকার। মহামারির কারণে পরীক্ষা স্থগিত হয়ে থাকায়, এই চিন্তা করা হচ্ছে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন।

আজ শনিবার এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘শিক্ষায় করোনাভাইরাসের চ্যালেঞ্জ’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থীরা তাদের সিলেবাসের অনেকখানি শেষ করে ফেলেছে। এ কারণে সিলেবাস কমানো হচ্ছে না।

এটা পাবলিক পরীক্ষা। তাই, পরীক্ষার আয়োজনের ফলে লাখো শিক্ষার্থী, অভিভাবক, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, সবার স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি খেয়াল রাখা হচ্ছে। তাই, সবকিছু স্বাভাবিক হয়ে আসার ১৫ দিন পর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

‘আমরা পরীক্ষার দিনের সংখ্যা ও বিষয়গুলোকে কমানোর কমানোর কথা ভাবছি,’ তিনি বলেন।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার সঙ্গে স্থগিত করা হয় পরীক্ষা। নয় হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দশ লাখ শিক্ষার্থীর এবার পরীক্ষায় বসার কথা রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ফলে, শিক্ষার্থীদের ক্ষতি কাটিয়ে উঠতে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক ক্যালেন্ডার বাড়ানো হতে পারে।

‘আমরা বছরে ১৪০ বা ১৪২ দিনের বেশি ক্লাস নিতে পারি না। বিভিন্ন ধরনের ছুটি ও প্রোগ্রাম থাকে। তাই আমরা ২০২০ শিক্ষাবর্ষের বাকি ছুটি থেকে এবং ২০২১ শিক্ষাবর্ষের ছুটি থেকে কিছু কিছু ছুটি বাদ দেওয়ার কথাও ভাবছি,’ যোগ করেন শিক্ষামন্ত্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com