বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

হবিগঞ্জে ২ মুক্তিযোদ্ধাকে বসতঘর উপহার দিলো সেনাবাহিনী

দিদার এলাহী সাজু, হবিগঞ্জ: হবিগঞ্জে ২ দরিদ্র সেনা মুক্তিযোদ্ধাকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বসতঘর উপহার দেয়া হয়েছে। সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৩৬০ পদাতিক বিগ্রেড ঘর ২টির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।

বুধবার (১ জুলাই) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী ও রামনগর গ্রামে সেনা মুক্তিযোদ্ধা বরকত উল্ল্যাহ ও পরিমল চন্দ্র শীলের হাতে ঘরের চাবি তুলে দেন ৬৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুস সাত্তার খান।

ঘর ২টি নির্মাণে ব্যয় হয় ১০ লাখ টাকা। এ পর্যন্ত হবিগঞ্জ জেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৫ সেনা মুক্তিযোদ্ধাকে আবাসিক ঘর উপহার দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান, আইন সম্পাদক এডভোকেট মইনুল হাসান দুলাল, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক এস এম সুরুজ আলী, সাংবাদিক ফোরামের সাবেক সহ সভাপতি দিদার এলাহী সাজু, সাংবাদিক ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক আখলাছ আহমেদ প্রিয়, মোঃ ছানু মিয়া, রহমত আলী,
বিশিষ্ট মুরুব্বি আব্দুল মালেক, স্থানীয় মেম্বার ফুল মিয়া, ওয়ারেন্ট অফিসার (অবঃ) আব্দুল মোতালেব, কর্পোরাল (অবঃ) সিরাজুল ইসলাম বাবুল, কর্পোরাল (অবঃ) কামরুল হাসান বাবুল, মোঃ দ্বীন ইসলাম, মধু মিয়া, জহিরুল ইসলাম, সুজন রায়হান, রনি আহমেদ প্রমুখ।

স্থানীয়রা জানান, মুক্তিযোদ্ধা হয়েও সরকারের প্রদেয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন এ দুই মুক্তিযোদ্ধা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com