শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

নবীগঞ্জে মিলাদ গাজীর সমর্থনে দিনভর প্রচারণা

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য  নৌকার প্রার্থী শাহনওয়াজ মিলাদ গাজীর সমর্থনে শনিবার নবীগঞ্জ উপজেলার ২ নং, ৩নং, ৪নং, ৫ নং এবং ৭ নং ইউনিয়নে  দিনভর  নির্বাচনী প্রচার কাজ চালানো হয়।

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের  সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের নেতৃত্বে প্রচার  কাজে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা পিন্টু রায়, ছাত্রলীগ নেতা সজল চন্দ্র গোপ, বড় ভাকৈর পুর্ব ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মঞ্জু দাশ, ইনাতগঞ্জ ইউনিয়ন  আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন, আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য নাজিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জামাল আহমদ সুমন, ইনাতগঞ্জ ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চিনু সুত্রধর, সাধারন সম্পাদক হরি দাশ, দিগলবাক ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক স্বপন সুত্রধর , আউশকান্দি ইউনিয়নের  কাজী শাহেদ বিন জাফর প্রমূখ।

এ সময় নেতৃবৃন্দ সাধারন ভোটারদের নিকট  বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন এবং এ ধারা অব্যাহত রাখতে  স্বাধীনতার প্রতিক নৌকা  মার্কায় ভোট প্রদানের আহবান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com