মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলা পৌর জাপা সাধারণ সম্পাদক মুরাদ আহমদকে আচরণবিধি লঙ্ঘন ও কালো টাকা ছড়ানো দায়ে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে তাকে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।
শনিবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ থানা পুলিশ ও হবিগঞ্জ ডিবি পুলিশের সহযোগিতায় নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জাপা নেতা মুরাদ আহমদ গভীর রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নানা অপতৎপরতা ও কালো টাকা ছড়ানোর অভিযোগে শহরের নতুন বাজার মোড় থেকে গ্রেফতার করা হয়।