শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ছামছুন নাহার (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা পাষন্ড স্বামী সিরাজুলকে আটক করে পুলিশে সোর্পাদ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা গ্রামে।
জানা গেছে ওই গ্রামের আবেদ আলীর ছেলে সিরাজুল ইসলামের সাথে উপজেলার এনায়েতপুর মঙ্গলপাড়া গ্রামের আব্দুল হামিদের মেয়ের সাথে প্রায় ২০বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসার জীবনে নানান বিষয় নিয়ে কলহ লেগেই থাকতো। এর মধ্যেই তাদের একবার বিবাহ বিচ্ছেদ হয়ে ছিলো। পারিবারিক ভাবে সমঝতার ভিত্তিতে পুণরায় বিয়ে করে ঘর সংসার করলেও কলহ পিছু ছাড়েনা তাদের সংসারে। এর মধ্যেই তাদের সংসারে পরপর ৩টি পুত্র সন্তান জন্ম নেয়।
এভাবেই চলার এক পর্যয়ে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় স্ত্রী ছামছুন নাহারকে পাষন্ড স্বামী সিরাজুল ইসলাম নিজ ঘরে ছুরিকাঘাত করলে প্রতিবেশিরা উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তবে গুনজুন চলছে ছুরিকাঘাতের আগেই তাকে বিভিন্ন ভাকে শারারিক নির্যাতন করে। বিষয়টি জানাজানি হলে সিরাজুল নদী ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে গনধোলাই দিয়ে রাণীনগর থানা পুলিশের নিকট সোর্পাদ করে।
নিহতের শ্বশুর আবেদ আলী জানান, সংসার জীবনে স্বামী-স্ত্রীর সাথে কলহ লেগেই থাকতো। তার ধারাবাহিকতায় এই হত্য কান্ড হতে পারে বলে ধারণা করছি।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছে ঘাতক সিরাজুল ইসলাম কে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। এব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।