শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধান চাদ ওল্ফ বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা ও মেক্সিকোর সীমান্ত ২০ আগস্ট পর্যন্ত আরো এক মাস বন্ধ থাকবে।
এর কয়েকদিন আগে কানাডা থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র চার মাসব্যাপী পুরানো লকডাউন পুনর্বিন্যাস করবে। ওল্ফ বলেন,এই সিদ্ধান্ত কোভিড ১৯ মহামারি মোকবেলায় সহযোগিতার সাফল্যের প্রতিনিধিত্ব করে।
তবে, বুধবার নতুন করে রেকর্ড ৬৭ হাজার ৬৩২ জন আক্রান্ত আক্রান্ত এবং মোট মৃত্যু ১ লাখ ৩৭ হাজার ছাড়িয়ে যাওয়ায় মহামারি নিয়ন্ত্রনে যুক্তরাষ্ট্র সরকারের ব্যর্থতার অভিযোগ জোরালো হওয়ায় সীমান্ত বন্ধের এই নির্দেশ দেয়া হলো।
ওল্ফ এক টুইটে বলেন, ‘মেক্সিকো ও কানাডার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা এবং বিদ্যমান বিধিনিষেধের সাফল্যের ওপর ভিত্তি করে কানাডা ও মেক্সিকোর সঙ্গে আমাদের স্থল বন্দরগুলোতে জরুরী নয় এমন ভ্রমণ নিষেধাজ্ঞা ২০ আগস্ট পর্যন্ত বহাল থাকবে।’
কানাডায় মহামারিতে রেকর্ড ৮ হাজার ৮০০ লোকের মৃত্যু হয়েছে, ১ লাখ ৮হাজার লোক আক্রান্ত হয়েছে; মেক্সিকোতে আক্রান্ত ৩ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা প্রায় ৩৭ হাজার।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল প্রতি ৩০ দিনে তিন দেশের করোনা পরিস্থিতি মূল্যায়ন করে। এত যদি পরিস্থিতির উন্নয়ন দেখা যায় তাহলে সীমান্ত পর্যাপ্ত উন্মুক্ত করা হবে।