রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মৌলভীবাজারে দশ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৩০টি চা বাগান ও দুটি হাওড় এলাকার ৯ হাজার ২৬৯টি অসহায় পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে চারটি বেসরকারি সংস্থা। এর মধ্যে হাওর এলাকার ৩১৩টি পরিবারকে স্বাস্থ্য সুরক্ষার সাথে ১৫ দিনের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। এই চারটি সংস্থা হলো এমসিডা, বিটিএস, আইডিয়া ও প্রচেষ্টা।

এর মধ্য শ্রীমঙ্গল উপজেলায় এমসিডা ২৩৩০টি পরিবার, বিটিএস ২১৩৩টি পরিবার ও আইডিয়া ২৫০০টি পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করে। শ্রীমঙ্গলে দুটি হাওর এলাকার ৩১৩টি পরিবারকে স্বাস্থ্য সুরক্ষার সাথে দেয়া হয় খাদ্য সামগ্রী। আর প্রচেষ্টা কমলগঞ্জে ২৩০৬ টি পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে।

সোমবার মির্জাপুর ইউনিয়নের লামাপাড়া হাওর এলাকায় ১৩৩টি পরিবারের মধ্য এই খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করে এই কার্যক্রম শেষ করা হয়। এর আগে গত ৯ জুলাই চাইল্ড ফান্ড কোরিয়া ও এডুকোর সহযোগিতায় ইমার্জেন্সি রেন্সপন্স ফর দ্যা কোভিড-১৯ প্রজেক্টের আওতায় আলোয়-আলো প্রকল্পের আওতাভুক্ত কালাপুর ইউনিয়নে ১৮০টি পরিবারেকে ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে এই কার্যক্রম শুরু করা হয়েছিল।

গত চার মাস ধরে মাঠ পর্যায়ে এই ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কার্যক্রম বাস্তবায়ন করেন এমসিডার প্র্রধান নির্বাহী মো. তহিরুল ইসলাম মিলন, সভাপতি মো. মিজানুর রহমান আলম, আলোয় আলো প্রজেক্টর কোঅডিনেট মো. এমদাদুল হক, বিটিএসের চাঁদনী রায়, আইডিয়ার আমিনুর রহমান, প্রজেষ্টার জাহিদুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com