সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

কেরালায় ১৯১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালায় অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ রানওয়েতে ভেঙে পড়েছে।

এনডিটিভি জানিয়েছে, দুবাইফেরত ওই উড়োজাহাজে ১৯১ জন যাত্রী ছিলেন। আজ শুক্রবার দুপুরে উড়োজাহাজটি দুবাই থেকে রওনা হয়ে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কেরালায় পৌঁছে কোজিকোড়ে অবতরণের সময় রানওয়েতে ভেঙে পড়ে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, উড়োজাহাজটি ভেঙে দুই টুকরো হয়ে রানওয়ে ও এর কিছুটা বাইরের অংশে ছড়িয়ে পড়েছে।

ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের মধ্যেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিমানটিতে আগুন লাগেনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ওই ফ্লাইটের একজন পাইলট মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ছাড়াও, অন্তত ৪০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় পার্লামেন্ট সদস্য টিভি ইব্রাহিম বলেন, ‘বেশ কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ভাগ্যক্রমে বিমানটিতে আগুন লাগেনি।’

ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com