বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর

সাংস্কৃতিক কর্মী ও সংগঠকদের নিয়ে নাটাবের মতবিনিময় সভা

শ্রীমঙ্গল (মৌলভীরাজার) প্রতিনিধি: ‘যক্ষা রোগ প্রতিরোধে সাংস্কৃতিক কর্মী ও সংগঠকদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১১ টায় শ্রীমঙ্গলের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব শ্রীমঙ্গলের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপজেলার মোট ৩০টি সংগঠনের সাংস্কৃতিক কর্মী ও সংগঠকরা উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও বিএমএ শ্রীমঙ্গলের সভাপতি ডাঃ হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদুর রহমান চৌধুরী ও হীড প্রতিনিধি পঞ্চম কৈরি।

যক্ষা রোগ প্রতিরোধ ও নিরাময়ে করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে অতিথিরা যক্ষা রোগ ও এর প্রতিকার বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে বলেন, শুধুমাত্র সচেতনতার মাধ্যমেই এই রোগটি নির্মূল করা সম্ভব। এক্ষেত্রে সাংস্কৃতিক কর্মী ও সংগঠকরা তাদের পেশাগত দ্বায়িত্বের পাশাপাশি যক্ষ্মা নির্মূলে ভূমিকা রাখতে পারেন।

সভাটি পরিচালনা করেন নাটাব শ্রীমঙ্গল শাখার কোষাধ্যক্ষ মোঃ কাওছার ইকবাল। উপস্থিত ছিলেন সারগাম শ্রীমঙ্গলে অধ্যক্ষ বুলবুল আনাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও নাটাব কেন্দ্রীয় প্রতিনিধি সুমন চৌধুরী প্রমূখ।

সভায় প্রশ্ন উত্তর পর্বে যক্ষা রোগ প্রতিকার ও প্রতিরোধে করণীয় বিষয়ে উপস্থিত সাংস্কৃতিক কর্মী ও নেতৃবৃন্দরা সম্যক ধারণা লাভ করেন। পাশাপাশি যক্ষা রোগ প্রতিরোধে নাটাব ও স্বাস্থ্য কর্মীদের সাথে সমন্বয় করে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com