শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি : এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বাহুবল শিক্ষা টিভি চ্যানেল (বিএসটিসি) যাত্রা শুরু করলো আজ । এ উপলক্ষ্যে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার ও জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ।
পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ICT4E অ্যাম্বাসেডর পংকজ কান্তি গোপের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ সোহেল রানা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- বাহুবল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রব শাহীন, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রব, দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক প্রনয় চন্দ্র দেব, হবিগঞ্জ মাল্টিমিডিয়া টিচার্স গ্রুপের সভাপতি মোঃ লোকমান খাঁন, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসিত চন্দ্র দেব, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম.নোমান, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক ও টিভি সম্প্রচার ফোকাল কমিটির আহবায়ক মোঃ আইয়ুব আলী, সরিষানালী ক্যাবল টিভির পরিচালক আনোয়ার পারভেজ জনি। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হাই এবং গীতা পাঠ করেন দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক অশোক রঞ্জন আচার্য্য। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান, পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানুপ্রিয় চক্রবর্তী, মিরপুর ফজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, মানব কল্যান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান আইয়ুব আলী, ফতেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের তালুকদার, টিভিতে ক্লাস সম্প্রচার ফোকাল কমিটির সদস্য শিক্ষক যথাক্রমে- ফতেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সানাউল্লাহ শাহ ফকির, পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়ের পংকজ কান্তি গোপ, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের মোঃ শরীফুল ইসলাম, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের বেনজির শাওন ও দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুলের হেদায়েতুল ইসলাম মামুন। এছাড়াও সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অসুস্থ থাকায় সভার শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার সিগ্ধা তালুকদার বক্তব্য রাখেন। তিনি বলেন, টিভিতে ক্লাস সম্প্রচারের ফলে শিক্ষার্থীদের ইতিবাচক পরিবর্তন ঘটবে। তিনি শিক্ষকদের গুরুত্ব দিয়ে ক্লাস তৈরিতে পরামর্শ দেন। ইউএনও বলেন, আমি করোনায় আক্রান্ত হওয়ার পর বাহুবলবাসী যে ভালোবাসা দেখিয়েছেন, তা আজীবন মনে রাখবো। এজন্য তিনি বাহুবলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও অনলাইন ক্লাস চলমান থাকার সম্ভাবনা বেশী। তাই সকল শিক্ষককে অনলাইন ক্লাসে দক্ষ হওয়ার পরামর্শ দেন। তিনি স্থানীয় ক্যাবল টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা বিনোদনের পাশাপাশি শিক্ষনীয় সিনেমা, নাটক, ডকুমেন্টারি প্রচার করলে শিক্ষার্থীরা উপকৃত হবে। পরে হবিগঞ্জের জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ বাহুবল শিক্ষা টিভি চ্যানেলের (BSTC) শুভ উদ্বোধন ঘোষনা করেন।
উল্লেখ্য, আজ সকাল থেকেই বাহুবলের স্থানীয় ক্যাবল টিভিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস সম্প্রচারিত হচ্ছে।