বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন, ১০ গাড়ি ভস্মীভূত একাদশে ভর্তি : প্রথম ধাপের ফলে কলেজবঞ্চিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী চুনারুঘাট সীমান্তে আটক ৩ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ চুনারুঘাটে পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ চারজন আটক ক্ষমতায় গেলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান সামরিক বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার: সেনাপ্রধানের সতর্কবার্তা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল নেতা হামিমের বিরুদ্ধে চলতি সপ্তাহেই ভোটের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে ইসি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত চুনারুঘাট থানার ওসি নুর আলম চুনারুঘাটে গৃহবধূ হত্যার অভিযোগ স্বামী পলাতক, দুই নারী আটক

বাহুবলে এএসপির বলিষ্ঠ পদক্ষেপে চারগ্রামের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

চারগ্রাম নেতা জাহিদুল ইসলাম জিতু ও তাজুল ইসলাম চৌধুরী সকল ভেদাভেদ ভুলে একে ওপরের সাথে কোলাকুলি করছেন

নিজস্ব প্রতিনিধি : বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর ঐকান্তিত চেষ্টা ও বলিষ্ট পদক্ষেপে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চারগ্রামের (পশ্চিম শাহাপুর, যশপাল, আব্দাপটিয়া, ভৈরবীকোণা) দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় বাহুবল সার্কেল অফিসে দীর্ঘদিন ধরে চলমান ঐ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এএসপি পারভেজ আলম চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে চারগ্রামের উভয় পক্ষের মরুব্বিরা সকল ভেদাভেদ ভুলে একে ওপরের সাথে কোলাকুলিতে মিলিত হন। এ সময় উভয় পক্ষের মরুব্বিরা আগামি দিনগুলোতে মিলেমিশে চলার অঙ্গীকার করেন।

জানা যায়, দীর্ঘ এক যুগ ধরে উপজেলা ভাদেশ্বর ইউনিয়নের চারগ্রাম নেতা জাহিদুল ইসলাম জিতু ও তাজুল ইসলাম চৌধুরীর মাঝে নেতৃত্ব নিয়ে বিরোধ সৃষ্টি হয়। তাদের বিরোধের জের ধরে চারগ্রামের লোকজন দুই ভাবে বিভক্ত হয়ে পড়েন। এতে উভয় পক্ষের মাঝে একাধিক বার ভয়াবহ সংঘর্ষ হলে কয়েক শতাধিক আহত লোক আহত হন। ঘটে যাওয়া সংঘর্ষের সূত্রে ধরে উভয় পক্ষ একে ওপরের বিরুদ্ধে বাদী হয়ে প্রায় ১২টি মামলা করেছেন। তাদের উভয় পক্ষের লোকজন দীর্ঘদিন জেলহাজতবাস করেছেন। এই বিষয়টি মিমাংসার জন্য উপজেলা ও জেলার বিশিষ্ট মরুব্বীগণ একাধিক বার বিচার বৈঠকে বসেও নিষ্পত্তি করতে ব্যর্থ হন। দীর্ঘদিন ধরে চলমান বিরোধটি ইদানিং ভয়াবহ রূপ ধারণ করে। থমথমে এ অবস্থা বিরাজ করায় যে কোন সময় ঘটতে পারত এক বা একাধিক প্রাণঘাতি। এমন কঠিন পরিস্থিকে নিয়ন্ত্রণ নিয়ে বিষয়টি চিরতরে নিষ্পত্তির লক্ষ্যে এএসপি পারভেজ আলম চৌধুরী একাধিক বৈঠকে মিলিত হন। সর্বশেষ গতকাল রবিবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে উভয় পক্ষকে ঢেকে এনে বিষয়টি নিষ্পত্তি করতে সম্মত হন তিনি। এতে উভয় পক্ষের মাঝে দীর্ঘদিন পর শান্তি ও সৌহার্দপূর্ণ অবস্থা ফিরে আসে।


বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, গতকাল রবিবার আমার উদ্যোগে চারগ্রামের দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। এতে উভয় পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে চলমান চলমান বিরোধের অবসান ঘটল। এখন উভয় পক্ষের লোকজনের মাঝে সৌহার্দপূর্ণ অবস্থা বিরাজ করছে। তিনি আর বলেন, আগামি শুক্রবার (০২ অক্টোবর) আব্দাপটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আমি সেখানে উপস্থিত থেকে এলাকার শান্তি শৃংখলা বজায় রাখার জন্য একটি কমিটি গঠন করে দেব। গঠিত কমিটি চারগ্রামের শান্তি শৃংখলা বজায় রাখতে পুলিশ প্রশাসনকে সহায়তা করবে বলেও তিনি জানান।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, আটগ্রাম নেতা আকাদ্দছ মিয়া বাবুল, মাওলানা আব্দুল বারি আনছারী, মাওলানা আজিজুর রহমান মানিক, হাজী জমর উদ্দিন, জাহিদুল ইসলাম জিতু, তাজুল ইসলাম চৌধুরী, লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com