বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন স্থানে সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া মাহফিল ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাহুবল উপজেলা বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের আহ্বায়ক আবিদ আলী সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মুফাজ্জুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে মোনাজাত করেন মাওলানা বশির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক খলিল মিয়া, জাহির মিয়া, জুয়েল মিয়া, মাসুক মিয়া, নূরুল হক, সদস্য হারিছ মিয়া, তাজুল ইসলাম, হাছন আলী, রিপন মিয়া, জসিম উদ্দিন, সাজিদ মিয়া, আসাম্মদ আলী, জিলু মিয়া, সোহাগ মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ।