বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন
রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বোনের বাড়িতে নৌকাযোগে বেড়াতে যাওয়ার পথিমধ্যে মাঠিয়ান হাওরে নৌকা থেকে পড়ে,উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের আল–আমিন (২৫) এক যুবক শনিবার দুপুরে নিখোঁজ হয়েছেন। শনিবার অবদি থেকে খোঁজা খুজি করার তিন দিন পর সোমবার বিকেলে আল–আমিনের লাশ মাঠিয়ান হাওরের পার্শ্ববর্তী বোয়ালমারা স্লুইস গেইটের পাশে পানিতে ভেসে উঠলো।নিহত আল–আমিন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শিবরামপুর গ্রামের রফিকুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে,আল–আমিন মিয়া গত শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে একা একটি ছোট ইঞ্জিন চালিত নৌকাযোগে,উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাঠাবুকা গ্রামে তার বোনের বাড়িতে যাওয়ার সময় নৌকা থেকে পড়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন।স্থানীয়রা আরো জানান, নিহত আল–আমিন মিয়ার ছোট কাল থেকেই হ্যাপানি রোগে আক্রান্ত ছিলো।
তাহিরপুর থানার ওসি মোঃ আব্দুল লতিফ (তরফদার) নিখোঁজ আল–আমিনের লাশ উদ্ধারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে জানান,নিহত আল–আমিনের পরিবারের কোন সন্দেহ বা অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।