বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন, ১০ গাড়ি ভস্মীভূত একাদশে ভর্তি : প্রথম ধাপের ফলে কলেজবঞ্চিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী চুনারুঘাট সীমান্তে আটক ৩ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ চুনারুঘাটে পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ চারজন আটক ক্ষমতায় গেলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান সামরিক বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার: সেনাপ্রধানের সতর্কবার্তা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল নেতা হামিমের বিরুদ্ধে চলতি সপ্তাহেই ভোটের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে ইসি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত চুনারুঘাট থানার ওসি নুর আলম চুনারুঘাটে গৃহবধূ হত্যার অভিযোগ স্বামী পলাতক, দুই নারী আটক

প্রতীক পেলেন হবিগঞ্জ জেলা পরিষদে উপনির্বাচনের প্রার্থীরা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদের ১০নং ওয়ার্ডের উপনির্বাচনে প্রতীক পেয়েছেন ৪ জন প্রার্থী। আজ সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম আলোচনার মাধ্যমে প্রার্থীদেরকে প্রতীক বুঝিয়ে দেন।

জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর শূন্য হওয়া শূন্যপদে মোট ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন- জালাল উদ্দিন রুমী (তালা), আব্দুল্লাহ সরদার (হাতি), আব্দুল ওয়াহেদ (টিউবওয়েল) এবং আব্দুল মালেক মাদনী (অটোরিকশা)।

হবিগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ৪ অক্টোবর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন ও ২০ অক্টোবর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর, ব্রাহ্মণডুরা, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ, শায়েস্তাগঞ্জ পৌরসভা, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদ ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের তিন চেয়ারম্যানসহ মোট ৮১ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য, এ ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল পদত্যাগ করে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় পদটি শূন্য হয়। তাই নিয়মানুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে প্রার্থীদের সরব প্রচারে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com