বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদের ১০নং ওয়ার্ডের উপনির্বাচনে প্রতীক পেয়েছেন ৪ জন প্রার্থী। আজ সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম আলোচনার মাধ্যমে প্রার্থীদেরকে প্রতীক বুঝিয়ে দেন।
জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর শূন্য হওয়া শূন্যপদে মোট ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন- জালাল উদ্দিন রুমী (তালা), আব্দুল্লাহ সরদার (হাতি), আব্দুল ওয়াহেদ (টিউবওয়েল) এবং আব্দুল মালেক মাদনী (অটোরিকশা)।
হবিগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ৪ অক্টোবর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন ও ২০ অক্টোবর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর, ব্রাহ্মণডুরা, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ, শায়েস্তাগঞ্জ পৌরসভা, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদ ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের তিন চেয়ারম্যানসহ মোট ৮১ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য, এ ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল পদত্যাগ করে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় পদটি শূন্য হয়। তাই নিয়মানুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে প্রার্থীদের সরব প্রচারে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।