শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর

প্রতীক পেলেন হবিগঞ্জ জেলা পরিষদে উপনির্বাচনের প্রার্থীরা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদের ১০নং ওয়ার্ডের উপনির্বাচনে প্রতীক পেয়েছেন ৪ জন প্রার্থী। আজ সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম আলোচনার মাধ্যমে প্রার্থীদেরকে প্রতীক বুঝিয়ে দেন।

জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর শূন্য হওয়া শূন্যপদে মোট ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন- জালাল উদ্দিন রুমী (তালা), আব্দুল্লাহ সরদার (হাতি), আব্দুল ওয়াহেদ (টিউবওয়েল) এবং আব্দুল মালেক মাদনী (অটোরিকশা)।

হবিগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ৪ অক্টোবর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন ও ২০ অক্টোবর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর, ব্রাহ্মণডুরা, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ, শায়েস্তাগঞ্জ পৌরসভা, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদ ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের তিন চেয়ারম্যানসহ মোট ৮১ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য, এ ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল পদত্যাগ করে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় পদটি শূন্য হয়। তাই নিয়মানুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে প্রার্থীদের সরব প্রচারে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com