বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে ৪২২ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। উৎসব আমেজের পাশাপাশি সাধারন ভোটারদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ-কন্ঠা।

এরই মধ্যে হবিগঞ্জের ৪টি আসনে ৬৩৩টি কেন্দ্রের মধ্যে ৪২২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। তবে ওইসব কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। হবিগঞ্জে ৪টি আসনে ৬৩৩টি কেন্দ্রের মধ্যে ৪২২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও প্রশাসন বলছে, ওইসব কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরপাত্তা ব্যবস্থা।

এছাড়াও ওইসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও সাধারন ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে প্রশাসন। প্রশাসনের একটি বিশ্বস্থ সূত্র ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যার বিষয়টি নিশ্চিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com