বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন করে আরো ৫জনের শরীরে করোনা টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে শ্রীমঙ্গল করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ল ২১৭ জনে।
সোমবার (১৯অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা অফিসার ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী নিশ্চিত করে জানান, আজ ৫জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত সহ মোট শনাক্ত দাঁড়িয়েছে ২১৭জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯৮জন রোগী। এখন শ্রীমঙ্গল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন ১৫জন রোগী। আর এ পর্যন্ত এ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪জন।