সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কৃষি ব্যাংক বাহুবল শাখায় অনলাইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক হবিগঞ্জ শাখার মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী কাওসার আহমদ। কৃষি ব্যাংক বাহুবল শাখার ব্যবস্থাপক পুলক ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক হবিগঞ্জ শাখার নীরিক্ষা কর্মকর্তা বিমল ঘোষ। এ সময় ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী শেষে কাজী কাওসার আহমদ বলেন, কৃষি ব্যাংক বাহুবল শাখার সাথে যুক্ত সকল গ্রহকগণ মুহূর্তের মধ্যেই সকল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। গ্রাহকরা নিজের স্মার্ট ফোনের মাধ্যমে ঘরে বসেই টাকা আদান প্রদান করতে পারবেন।