বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

ফ্রান্সে মহানবীর (সাঃ) ব্যঙ্গচিত্র : বাহুবলে জমিয়তের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে বাহুবলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ আসর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে হাজার হাজার জমিয়ত প্রেমিকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাহুবল বাজারে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল খালিক চলিতাতলীর সভাপতিত্বে উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা শেখ জয়নাল আবদীন-এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা শামসুদ্দীন, মাওলানা আব্দুল্লাহ ফয়জী, মাওলানা মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আসআদ আহমদ জায়ফরী, হামিদনগর মাদরাসার নায়েবে মুহতামিম আবুল কালাম আজাদ, বরুনা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হাই, উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা মাসহুদুর রহমান মাওলানা নূরুল হক জামিল, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা কাউসার আহমদ, হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সভাপতি শেখ ফখরু ইসলাম, মাওলানা হেলাল আহমদ নোমানী, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আশিকুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ বজলুর রহমান প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তাগণ বাংলাদেশে বিশ্ব নবীর অবমাননাকারী ফ্রান্সের সব পণ্য সরকারী ভাবে বর্জন, জাতিসংঘের মাধ্যমে বিশ্ব আদালতে সুষ্ঠ বিচার ও মুসলিম রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঈমানি দায়িত্ব পালনে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানানোর জোর দাবি জানান। পরে মাওলানা আব্দুল খালিক চলিতাতলীর মুনাজাতের মাধ্যমে প্রতিবাদ সভার সমাপ্তি হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com