শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগান শ্রমিকদের মাঝে এককালিন অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর অন্তর্গত চা শ্রমিকের জীবনমান উন্নয়ন কর্মসূচি’র আওতায় চা-বাগনের শ্রমিকদের মাঝে এ অনুদান প্রধান করা হয়। শ্রমিকদের পরিবার প্রতি ৫হাজার টাকা করে মোট ২৯৫ টি পরিবারকে ১৪ লক্ষ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যন ভানুলাল রায়, সমাজসেবা অফিসার জনাব সোয়েব হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানা ওসি (অপারেশন) নয়ন কারকুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।