বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মুদ্রা পাচার মামলায় জিকে শামীমের বিচার শুরু

ঢাকার ১০ নম্বর বিশেষ জজ মোহাম্মদ নজরুল ইসলাম মঙ্গলবার এ মামলার আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১৯ নভেম্বর দিন ঠিক করে দেন।

শামীম ছাড়া অপর আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন করা হলে শুনানি শেষে তা খারিজ করে দেন বিচারক।

রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠনের শুনানি করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু । অন্যদিকে জি কে শামীমের পক্ষে ছিলেন আইনজীবী শওকত হোসেন।

এছাড়া আসামি জাহিদুল, শহীদুল, কামাল ও সামসাদের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম তারেক; আসামি আমিনুলের পক্ষে আইনজীবী এম এ আকবর উদ্দিন এবং আসামি মুরাদ ও দেলোয়ারের পক্ষে অন্য একজন আইনজীবী শুনানি করেন।

ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে গত বছরের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব।

ওই ভবন থেকে নগদ এক কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ৯ হাজার ইউএস ডলার, ১৬৫ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার ১০টি এফডিআর, ৩২টি ব্যাংক হিসাবের চেক বই, আটটি আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়ার কথা জানানো হয় অভিযান শেষে।

জি কে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠান জি কে বিল্ডার্সের হাতে সরকারি প্রায় ৬ হাজার কোটি টাকার ২২টি নির্মাণ প্রকল্পের ঠিকাদারি কাজ ছিল। পরে সেগুলোর কার্যাদেশ বাতিল হয়।

ওই অভিযানের পরদিন র‌্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় এই মামলা দায়ের করেন।

তদন্ত চলার মধ্যেই সিআইডির আবেদনে শামীম, তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৯৪ ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয় আদালত।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ গত ৪ আগস্ট আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। তাতে মোট ২৬ জনকে সাক্ষী করা হয়।

শামীমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরও দুটি মামলা হয়েছে। এর মধ্যে অস্ত্র মামলায় সাত দেহরক্ষীসহ জিকে শামীমের বিচারও শুরু হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com