শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃক বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের গহীন বনে ২টি বনবিড়াল ও ১টি শঙ্খিনী সাপ অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (১২নভেম্বর) সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাণীগুলো মুক্ত কওে দেয়া হয়। এসময় বন্যপ্রাণী সংরক্ষন বিভাগের ও রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল উপস্থিত ছিলেন।
সজল দেব জানান, গেল তিনদিনে শ্রীমঙ্গলের বিভিন্ন জনবসতি এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল প্রাণীগুলো। উদ্ধারের সময় কিছুটা অসুস্থ থাকায়, ব্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে এনে চিকিৎসা সেবার পর সুস্থ অবস্থায় প্রাণীগুলো তাদের আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়।