সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেলো ২১ জনের, শনাক্ত ২১৩৯

তরফ নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ২১৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২১৩৯ জন। মোট শনাক্ত ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৬০৪ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১১৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২১৮টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৭৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৫ লাখ ৫৬হাজার ৯৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com