বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট বাজারে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৯টি মামলায় মোট ১৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়ে জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।