শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

ভারতের উপহার অক্সফোর্ডের টিকা আসবে বৃহস্পতিবার দুপুরে

তরফ নিউজ ডেস্ক: ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো অক্সফোর্ডের টিকার ২০ লাখ ডোজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে আসবে।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান এ তথ্য জানান।

তিনি জানান, উপহার হিসেবে ভারত সরকারের পাঠানো অক্সফোর্ডের টিকার ২০ লাখ ডোজ বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বাংলাদেশে আসবে। সেখান থেকে টিকা তেজগাঁওয়ের ইপিআইয়ের গুদামে রাখা হবে।

 এ ছাড়া বাংলাদেশের কেনা তিন কোটি ডোজ টিকার প্রথম চালান আগামী ২৫ জানুয়ারি আসবে জানিয়ে সচিব বলেন, প্রথম মাসে দেওয়া হবে ৬০ লাখ টিকা।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা এবিএম খুরশীদ আলম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে করোনার টিকার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com