মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

লাকসামে গ্রাম উন্নয়ন কমিটির পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপি’র সহায়তায় বুধবার লাকসামে গ্রাম উন্নয়ন কমিটির সমন্বিত পরিকল্পনা তৈরী বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে তিন দিনব্যাপী উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের পিএফএ, বাকই পিএফএ, মুদাফরগঞ্জ পিএফএ ও পৌরসভা পিএফএ সহ ৩১টি গ্রাম উন্নয়ন কমিটির মধ্যে সমন্বিত পরিকল্পনা তৈরী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে লাকসাম এপি’র প্রোগ্রাম অফিসার লাকি গমেজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-চট্টগ্রাম হিল এরিয়া প্রোগ্রাম ক্লাষ্টার ম্যানেজার স্টিফেন রুবেন হালদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম এপি ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও, ওয়ার্ড কাউন্সিলর ওমর আলী, হাটহাজারী এপি ম্যানেজার ফ্রান্সিস মন্ডল, চাইল্ড প্রটেকশন অফিসার সুমন জোসেফ রোজারিও, প্রোগ্রাম অফিসার মো: মহাসিন খান, সুব্রত মল্লিক, মানিক লাল সরকার, গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, সিবিও নেতৃবৃন্দ ও অনান্য এনজিও প্রতিনিধি।
এদিকে, লাকসাম এপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উপজেলার ৩১টি গ্রামে দীর্ঘদিন ধরে গ্রাম উন্নয়ন কমিটির যৌথ পরিকল্পনা তৈরীতে সহায়তা প্রদান ও সম্পাদন করে আসছে।
সমাপনী অনুষ্ঠানে বিডিসি সদস্যরা বলেন, যৌথ পরিকল্পনা দ্বারা ও অনান্য অংশীদারদের সহযোগিতায় গ্রাম উন্নয়ন কমিটি তাদের গ্রামের উন্নয়ন সাধন করতে পারবে। এতে করে শিশু কল্যান ও শিশু সুরক্ষা আরও জোরদার হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com