সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

তৃতীয় ধাপেও নৌকার একচেটিয়া জয়

তরফ নিউজ ডেস্ক: পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপেও জয়ের ধারা ধরে রেখেছে সরকারি দল আওয়ামী লীগ। এই পর্বে ৬২টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার। বিচ্ছিন্ন সহিংসতা ও অনিয়মের অভিযোগের মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে অধিকাংশ পৌরসভায় জয় পেয়েছেন ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের প্রার্থীরা। এর আগের দুই ধাপেও বেশির ভাগ পৌরসভায় জয় পান আওয়ামী লীগের প্রার্থীরা।

সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এই পর্বের সবগুলো পৌরসভায় ভোট হয়েছে ব্যালটে। গণনা শেষে সন্ধ্যার পর থেকে ফলাফল আসছে। বেশির পৌরসভার ফলাফল ইতিমধ্যে পাওয়া গেছে। এর মধ্যে একচেটিয়া বিজয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। অল্প কয়েকটি পৌরসভায় বিএনপি এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয় পেয়েছেন। যদিও ১০টির বেশি পৌরসভায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থীরা। বেশির ভাগ জায়গায় অনিয়মের অভিযোগ তুলেছেন তারা।

আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছেন যেসব পৌরসভায়

কিশোরগ‌ঞ্জ পৌরসভায় স্থগিত একটি কেন্দ্রের ভোটে মো.পার‌ভেজ মিয়া (নৌকা) ২২ হাজার ৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

কি‌শোরগ‌ঞ্জের ক‌টিয়াদী পৌরসভায় মো. শওকত উসমান শুক্কুর আলী (নৌকা) ১৩ হাজার ৩৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নাটোরের সিংড়া পৌরসভায় জান্নাতুল ফেরদৌস (নৌকা) ১৯ হাজার ৪২১ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।

হিলি হাকিমপুর পৌরসভায় জামিল হোসেন চলন্ত (নৌকা) ছয় হাজার ৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় রফিকুল ইসলাম (নৌকা) সাত হাজার ১৯৪ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।

ভোলার দৌলতখান পৌরসভায় জাকির হোসেন তালুকদার (নৌকা) পাঁচ হাজার ৮০০ ভোট মেয়র নির্বাচিত হয়েছেন।

ফেনী পৌরসভায় নজরুল ইসলাম স্বপন মিয়াজী (নৌকা) ৬৯ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

যশোরের মণিরামপুর পৌরসভায় মাহামুদুল হাসান (নৌকা) ১৪ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় আলাউদ্দিন আলাল (নৌকা) ১১ হাজার ১২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বরগুনা পৌরসভায় কামরুল আহসান মহারাজ (নৌকা) নয় হাজার ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

পাথরঘাটা পৌরসভায় আনোয়ার হোসেন আকন (নৌকা) ছয় হাজার ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় মাহবুব উল আলম লিপন (নৌকা) ২৩ হাজার ২১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় মামুন সরকার মিঠু (নৌকা) ১৫ হাজার ৫৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নোয়াখালীর হাতিয়া পৌরসভায় কে এম ওবায়দুল্লাহ (নৌকা) ১৬ হাজার ৯৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভায় ফারুক হোসেন (নৌকা) সাত হাজার ৩৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রাজবাড়ীর পাংশা পৌরসভায় মো. ওয়াজেদ আলী মাস্টার (নৌকা) ১১ হাজার ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় শেখ তোজাম্মেল হক টুটুল (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ঝালকাঠির নলছিটি পৌরসভায় আব্দুল ওয়াহেদ কবির খান (নৌকা) ১৪ হাজার ৫৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (নৌকা) ১২ হাজার ৮৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভায় কামাল উদ্দিন খান (নৌকা) ১০ হাজার ১৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বরিশালের গৌরনদী‌তে হারিছুর রহমান হা‌রিছ (নৌকা) ২১ হাজার ৪৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভায় মো. গোলাম কবির (নৌকা) তিন হাজার ৯৫২ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় জি এম মীর হোসেন মীরু (নৌকা) পাঁচ হাজার ৯২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কুমিল্লার বরুড়া পৌরসভায় বকতার হোসেন (নৌকা) ১৬ হাজার ২২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় নিরুজ্জামান বুলবুল (নৌকা) ১৩ হাজার ৪৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

ময়মনসিংহের ভালুকা পৌরসভায় ডা. এ কে এম মেজবাহ উদ্দিন (নৌকা) ১৩ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় তৌহিদুর রহমান মানিক (নৌকা)১২ হাজার ৩৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হযেছেন।

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় (নৌকা)আনিসুর রহমান সাত হাজার ৬৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিএনপি ও অন্যান্য

নওগাঁ পৌরসভায় নজমুল হক সনি (বিএনপি প্রার্থী) ২৯ হাজার ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (বিএনপি প্রার্থী) ছয় হাজার ৯৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বগুড়ার কাহালুতে আবদুল মান্নান (বিএনপি প্রার্থী) পাঁচ হাজার ৩২১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

গৌরীপুর পৌরসভায় সৈয়দ রফিকুল ইসলাম (স্বতন্ত্র) সাত হাজার ৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় খালেদ সাইফুল্লাহ (স্বতন্ত্র) ১৩ হাজার ৪১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভায় সহিদুজ্জামান সেলিম (স্বতন্ত্র) আট হাজার ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বগুড়ার ধুনট পৌরসভায় এজিএম বাদশাহ (স্বতন্ত্র) তিন হাজার ৯০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com