রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুল আলম রুবেল নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
জানা যায়, বিগত পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর নাজিম উদ্দিন শামছুর কাছে ১৪ ভোটে হেরেছিলেন আওয়ামী লীগ প্রার্থী সাইফুল আলম রুবেল। এবার বিএনপির সেই প্রার্থীকেই বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হলেন তিনি।
বিএনপি প্রার্থী শামছুর চেয়ে ৩ হাজার ৩৮৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন রুবেল। এই জয়ের মাধ্যমে হবিগঞ্জের ৪ টি পৌরসভার মধ্যে প্রথম জয়ের দেখা পেলো আওয়ামী লীগ। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভায় বিএনপি প্রার্থীদের কাছে হারতে হয়েছে আওয়ামী লীগকে। রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম।
তিনি জানান , আওয়ামী লীগ প্রার্থী সাইফুল আলম রুবেল নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৮৩৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন শামছু পেয়েছেন ৩ হাজার ৪৪৫ ভোট। ফলে ৩ হাজার ৩৮৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম রুবেল।
এর আগে, রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪ টা পর্যন্ত, সকল ভোট ইভিএমের মাধ্যমে গ্রহণ করা হয়েছে। একটি অপ্রীতিকর ঘটনা বাদে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়েছে। রোববার বেলা আড়াইটার দিকে হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে ।