শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মিয়ানমারে ব্যবসা প্রতিষ্ঠানে তালা, বিদেশি দূতাবাসের সড়কে অবরোধ

তরফ নিউজ ডেস্ক : ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলছে। চারদিকে থমথমে পরিস্থিতি। যুক্তরাষ্ট্রসহ বিদেশি কিছু দূতাবাসের সড়কে অবরোধ সৃষ্টি করেছেন ইয়াঙ্গুনের অধিবাসীরা। সেনাদের অস্ত্রের ভয়কে উপেক্ষা করে সাধারণ ধর্মঘট চলছে আজ মিয়ানমারে। অভ্যুত্থানের প্রতিবাদে হাজারো মানুষ জরুরি অবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমবেত হয়েছেন বিভিন্ন স্থানে। তারা জানেন, এর ফলে জীবন হারাতে পারেন। কিন্তু মৃত্যুভয়কে পিছনে ফেলে গণতন্ত্র পুনরুদ্ধারের ডাকে রাজপথে নেমে এসেছেন সাধারণ মানুষ। ১লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে ক্ষমতা কেড়ে নিয়ে বেসামরিক নেত্রী অং সান সুচি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ প্রথম সারির নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

এরপরই দিয়েছে এক বছরের জরুরি অবস্থা। কিন্তু সামরিক জান্তা বন্দুকের ভয় দেখিয়ে মানুষকে ঘরে আটকে রাখতে পারেনি। প্রতিদিনই বিক্ষোভে নেমে আসছেন তারা। করছেন গণঅসহযোগ আন্দোলন। তাদের দাবি, ১লা ফেব্রুয়ারির পূর্বাবস্থা ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ অং সান সুচিকে মুক্তি দিতে হবে। পুনর্বহাল করতে হবে বেসামরিক প্রশাসন।

প্রধান শহর ইয়াঙ্গুনের হলেডান জংশনে ৪৬ বছর বয়সী সান সান মাওয়া বলেছেন, প্রতিজন মানুষ এই বিক্ষোভে যোগ দিচ্ছেন। আমাদেরকে ঘরের বাইরে বেরিয়ে আসতে হবে। মিয়ানমারের মতো দেশে তারিখ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের ইংরেজি তারিখ ২২.২.২০২১ তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এটাকে মিলিয়ে দেখার চেষ্টা করছেন ০৮-০৮-১৯৯৮ তারিখটির সঙ্গে। ওইদিন পূর্ববর্তী প্রজন্ম সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করেছিল। সেনাবাহিনী হাতে রক্ত লাগিয়ে দমন করেছিল সেই বিক্ষোভ। তবে এবার নিরাপত্তা রক্ষাকারীদের পক্ষ থেকে প্রতিরোধ বা বাধা আসছে কম। তবুও এরই মধ্যে তারা কমপক্ষে তিনজনকে গুলি করে হত্যা করেছে।

সর্বশেষ শনিবার তাদের গুলিতে নিহত হয়েছে দু’জন। এর মধ্যে একজন টিনেজার এবং একজনের বয়স ২০ বছর। সামরিক জান্তা বলেছে, বিক্ষোভে আহত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার গুলিতে দু’জন নিহত হলেও বিক্ষোভকারীরা নিবৃত হয়নি। তারা শোককে শক্তিতে পরিণত করে রোববার বিক্ষোভ করেছেন সারা মিয়ানমারে। রাষ্ট্র মালিকানাধীন টেলিভিশন এমআরটিভি বিক্ষোভকারীদেরকে আজ সোমবার বিক্ষোভের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। এতে বলা হয়েছে, বিক্ষোভকারীরা এখন সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছে। বিশেষ করে টিনেজ এবং যুব সমাজকে উসকে দিয়ে সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। এতে প্রাণহানী ঘটতে পারে তাদের।

এর জবাব দিয়েছেন থেট থেট হ্লাইং (২২)। তিনি বলেছেন, আমি সামরিক জান্তা চাই না। আমি চাই গণতন্ত্র। আমাদের ভবিষ্যত আমরাই রচনা করবো। বিক্ষোভে আসতে আমার মা আমাকে বাধা দেননি। তিনি শুধু বলেছেন, দেখেশুনে চলো। এ অবস্থায় আন্তর্জাতিক সরবরাহ চেইন এবং স্থানীয় স্টোরগুলো আজ সোমবার বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ইয়াম ব্রান্ডস ইনকরপোরেশনের কেএফসি, ফুডপান্ডার প্রতিদিনের সরবরাহ। দক্ষিণ পূর্ব এশিয়ান কোম্পানি গ্রাব তাদের সার্ভিস বন্ধ করে দিয়েছে। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কর্তৃপক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করছে। মিয়ানমারের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কিছু দেশ হস্তক্ষেপ করছে বলেও তিনি অভিযোগ করেন।

উল্লেখ্য, বেশ কিছু পশ্চিমা দেশ অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন টুইটারে বলেছেন, অভ্যুত্থান বিরোধীদের দমন করতে কর্তৃপক্ষ সহিংসতা ব্যবহার করার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। তার ভাষায়, আমরা মিয়ানমারের জনগণের পাশে আছি। বৃটেন, জার্মানি, জাপান এবং সিঙ্গাপুর সহিংসতার নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাঁ প্রাণঘাতী শক্তি ব্যবহার অগ্রহণযোগ্য বলে জানিয়ে দিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com