বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
মনিরুল ইসলাম শামিম : বাহুবলের বৃন্দাবন চা বাগানে নতুন বছরের Tipping কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (০১ মার্চ) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক নাছির উদ্দিন খান।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাগানের সহকারি ব্যবস্থাপক উজ্জল সিনহা, সাজ্জাদুর রহমান, আব্দুস শহিদ, রাশেদ খান, হেড টিলা ক্লার্ক বিজন ভট্টাচার্য্য, স্টোর ক্লার্ক সালেহ আহমেদ সাগর প্রমুখ।
নাছির উদ্দিন খান বলেন, আজ আনুষ্ঠানিকভাবে ২০২১ সনের প্রথম চা Tipping কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। তবে এখন পর্যন্ত বৃষ্টির দেখা না পাওয়ায় চায়ের আশানুরুপ ফলন আসেনি। বৃষ্টির প্রত্যাশায় থাকা বাগানবাসীর দ্রুত প্রতিফলন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।