মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, শেখ মুজিব ম্যারাথন দৌড় ও পুরষ্কার বিতরণ এবং চিত্রাংকন প্রতিযোগিতা। রোববার বিকাল ৩টায় সাতকাপনস্থ ডিএনআই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

উক্ত ম্যারাথন দৌড় প্রতিযোগীতাসহ অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডা. আবুল হোসেন, ডেপুটি কমান্ডার আলহাজ্ব মোঃ নূর মিয়া, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, উপজেলা প্রকৌশলী খন্দকার আফছার আহমদ, যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ, ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম রশিদ আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন রশিদ জাবেদ, সানশাইন মডেল হাই স্কুলের পরিচালক এম সামছুদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার।

এদিকে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অপরদিকে, বাহুবল মডেল থানা পুলিশ দিবসটি পালন উপলক্ষে বিকালে আলোচনা সভার আয়োজন করে। অফিসার ইনচার্জ কামরুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আসকার আলী, বাহুবল মডেল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলি, ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন, আওয়ামী লীগ নেতা মোঃ আয়াত আলী, হুমায়ূন রশিদ জাবেদ প্রমুখ। সভা পরিচালনা করেন এসআই মোস্তাফিজুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com