শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে করোনাভাইরা থেকে সতর্ক থাকতে জনগনের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে র্যালী ও বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন ও পৌরসভা।
মঙ্গলবার (১৬মার্চ) সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এসময় মাস্কবিহীন পথচারিদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও করোনাভাইরাস প্রতিরোধে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারনা চালানো হয়।
প্রচারনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মো. মেয়র ফজলুর রহমান, কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, মো. নাহীদ হোসেন, মো. সালেহ আহমদ, বাবু পার্থ সারথী পাল, মহিলা কাউন্সিলর নাজমা বেগম, ঝিমি আক্তার সহ জেলা প্রশাসন ও পৌরসভার অন্যান্যরা উপস্থিত ছিলেন।