শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতা পেয়ে বাংলাদেশ সত্যিই ধন্য বলে মন্তব্য করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। শেখ হাসিনার নেতৃত্বের কারণেই বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি।
বুধবার বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে সম্মানিত অতিথির বক্তব্যে ভুটানের প্রধানমন্ত্রী এই কথা বলেন।
ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অনুপ্রেরণাদায়ী নেতা এবং আমার কাছে মাতৃসুলভ ব্যক্তিত্ব। দূর থেকেও আমি বাংলাদেশের মানুষের জন্য তার উদ্বেগ লক্ষ্য করেছি। তার মতো একজন নেতা পেয়ে বাংলাদেশ সত্যিকার অর্থে ধন্য হয়েছে। আমি নিশ্চিত, শেখ মুজিবুর রহমানও পরপার থেকে বাংলাদেশ এবং তার মেয়ে শেখ হাসিনার জন্য গর্বিত।’
করোনা মহামারি মোকাবেলায় শেখ হাসিনার প্রশংসা করে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘বিপুল জনসংখ্যা নিয়েও শেখ হাসিনা ও তার সরকার যেভাবে কোভিড-১৯ মহামারি মোকাবেলা করেছে, তা প্রশংসার যোগ্য।’
লোটে শেরিং বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শান্তিপূর্ণ, প্রগতি ও সমৃদ্ধির বাংলাদেশের জন্য তার যে চেতনা, তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। আমি সম্মান জানাতে এসেছি শেখ হাসিনার প্রতি, যিনি তার বাবার সোনার বাংলা স্বপ্ন ধারণ করে কাজ করে চলেছেন। শেখ হাসিনা এমন একজন নেতা, যিনি তার জনগণের স্বাধীনতা ও সুখকে সবকিছুর উপরে স্থান দেন।’
ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী এবং এমন একটি দেশের ৫০তম বার্ষিকী উদযাপন করছি, যেটার জন্য তিনি পুরো জীবন ব্যয় করেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অন্যকে বলার মতো একটি গল্প প্রত্যেক মানুষ ও জাতির অবশ্যই থাকা উচিত। বিশ্বের সব মানুষকে বলার মতো একটি চমৎকার গল্প বাংলাদেশকে দিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা লোটে শেরিং বক্তৃতার মাঝখানে বাংলায়ও বঙ্গবন্ধুর একটি উদ্ধৃতি ও তাকে নিয়ে লেখা কবি অন্নদা শঙ্কর রায়ের কবিতাংশ পাঠ করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর চেতনা চির জাগরুক থাকুক। যেভাবে কবি অন্নদাশঙ্কর রায় লিখেছেন, ‘যতদিন রবে পদ্মা, যমুনা, গৌরি, মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।’