শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ২০১৯-২০ অর্থ বছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় বাজার উন্নয়ন খাতে বাজারের কাচা রাস্তা পাকাকরণ ও বাজারের স্বাস্থ্য ও স্যানিটেশন (টয়লেট) নির্মাণ কাজে নিম্নমানের বালু পাথর ব্যবহার করার অভিযোগ উঠেছে উত্তর শ্রীপুর ইউনিয়নের ইউপি সদস্য আবুল কালাম ওরফে আবুল মেম্বারের বিরুদ্ধে। এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কুড়ের পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ শাহনুর মিয়ার ছেলে কবির মিয়া।
অভিযোগে উল্লেখ্য করা হয়, উত্তর শ্রীপুর ইউনিয়নের বাজারের রাস্তা সংস্কার করণের কাজে ৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং একই বাজারের স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে টয়লেট নির্মাণ কাজে ৪লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। এমন বরাদ্ধ দেয়া হলেও দুটির একটির কাজ মানসম্মত হয়নি। বাজারের রাস্থা নির্মাণ ও টয়লেট নির্মাণে নিম্নমানের বালি পাথর ব্যবহার করা হয়েছে। কাজের চিত্র দেখে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে জনসাধারণ ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে ইউপি সদস্য আবুল কালাম ওরফে আবুল মেম্বারের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কাজ এখনো শেষ হয়নি কাজ চলমান রয়েছে। আমি যতাসাধ্য চেষ্টা করছি। কাজে কোন গাফিলতি থাকলে উধর্বতন কর্মকতা খোঁজ নিবেন। এ সময় তিনি প্রতিবেদককে বলেন, আপনারা সরেজমিনে এসে দেখে যান আমার কাজের মান কেমন হয়েছে। তিনি আরো বলেন-অভিযোগপত্রে রাস্তার কাজে ৩ লক্ষ টাকা উল্লেখ করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। রাস্তার কাজে ২ লক্ষ টাকা বরাদ্ধ করা হয়েছে। টয়লেটের কাজের সাথে আমি জড়িত নই।
উত্তর শ্রীপুর ইউনিয়নের চেয়াম্যান আলহাজ্ব মোঃ খশরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাজারের রাস্থা পাকাকরণ ও টয়লেট নির্মাণের কাজ এখনো শেষ হয়নি।কাজ শেষে আমরা সরেজমিনে এসে দেখবো তার পর সিদ্ধান্ত নেয়া হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএও) পদ্মাসন সিংহ বলেন, আমি অনিয়মের অভিযোগ পেয়েছি। কাজের গুনগত মান ভালো না হলে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, সেখানকার স্থানীয় চেয়ারম্যানকে চলমান কাজ পরিদর্শনের আদেশ করা হয়েছে।