শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে সরকারি স্বাস্থ্যবিধি না মানায় আজও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদন্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সুত্র জানায়, শনিবার (১০ এপ্রিল) জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিেস্ট্রট নাহিদ আহসান এর নির্দেশে জেলায় স্বাস্থ্যবিধির আরোপিত নিষেধাজ্ঞা প্রতিপালন নিশ্চিতে এ অভিযান পরিচালিত হয়।
এসময় শহরের সদর উপজেলার সরকারবাজার, কুসুমবাগ, চৌমুহনী, পশ্চিমবাজার, সেন্ট্রাল রোড, ও চাদনীঘাট ব্রিজ এলাকায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্টানকে সরকারের বেধেঁ দেয়া স্বাস্থ্যবিধির ১৮ দফা অমান্য করায় ২৪ মামলায় ৪৩ হাজার চারশ টাকার অর্থদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।
জেলায় করোনাভাইরাস প্রতিরোধে এমন অভিযান অব্যহত থাকবে বলে জেলা প্রশাসন নিশ্চিত করে।