বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে নকল শিশুখাদ্য তৈরির কারখানার সন্ধান, আটক ১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশুখাদ্য সহ বিভিন্ন পণ্যসামগ্রীর নকল কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। কারখানার মালিক নকল পণ্য তৈরির কারিগরকে আটক করা হয়েছে।

আটক কারখানার মালিক ও নকল পন্য তৈরির কারিগরের বাড়ি চাদপুরের হাজীগঞ্জ উপজেলায় তাঁর নাম মো: হাবিব মিয়া (৩৫)।

সে তিন বছর ধরে শ্রীমঙ্গলে ভাড়া বাসায় নকল ভেজাল ও নকল পণ্য তৈরির কারখানা গড়ে তোলে ব্যবসা করে আসছে। এসব নকল সামগ্রী তৈরি করে জেলার অন্যান্য শ্রীমঙ্গল ছাড়াও অন্যান্য উপজেলায় বিক্রি করে আসছে। তাঁর কারখানায় মানবদেহে মারাত্বক ক্ষতিকারক এক ধরনের ক্যামিক্যাল পাওয়া যায়, যা দিয়ে কোমলমতি শিশুদের পছন্দের বিভিন্ন চকলেট, জুসসহ অন্যান্য শিশুখাদ্য তৈরি করতো। পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ অকপটে স্বীকার করে। এবং কি কি পণ্য সামগ্রী নকল করে তৈরি করে তার তার বর্ণনা দেয়।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ূন কবির জানান, মঙ্গলবার (২০এপ্রিল) রাতে গোপন সুত্রে খবর পেয়ে শহরের ভানুগাছ রোডে একটি বাসায় শিশু খাদ্যসহ নানান নকল পণ্যসামগ্রী তৈরির কারখানা রয়েছে। এমন খবরে পুলিশ ঐ নকল পণ্যের কারখানায় অভিযান চালায়। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বিপুল পরিমানের নকল পণ্য সামগ্রীূ জব্ধ ও উদ্ধার করা হয়। আটক করা হয় কারখানার মালিক হাবিব মিয়াকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com