বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে চলমান বিধিনিষেধ আগামী ৫ই মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশের একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বের সকল শর্তের ধারাবাহিকতায় বিধিনিষেধের সময়সীমা ২৮শে এপ্রিল মধ্য রাত থেকে আগামী ৫ই মে মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে। নতুন বিধিনিষেধে কয়েকটি শর্ত যুক্ত করা হয়েছে। সেগুলো হলো- স্থল, নৌ ও বিমানযোগে যে কোন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে শুধু ভিসার মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশীরা দূতাবাসের অনুমতিপত্র গ্রহণ সাপেক্ষে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে ১৪ দিনের কোয়ারেন্টিনের বিধিনিষেধ তাকে মানতে হবে।
এছাড়া দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
ঈদুল ফিতরের নামাজের ক্ষেত্রে ধর্ম বিষয়ক মন্ত্রলাণয়ের নির্দেশনা অনুযায়ী কার্য সম্পাদন করা হবে।
মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ও চীন থেকে আগত যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের সনদ সহ নন-কোভিড-১৯ সনদধারী যাত্রীরা ১৪ দিন নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকবেন।