শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

চুনারুঘাটের আবু মিয়া হত্যার বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ চুনারুঘাটের রাণীকোর্ট বাজারে শালিশ বৈঠকে প্রতিপক্ষের হাতে নিহত জয়নাল আবেদীন আবু মিয়ার হত্যার বিচার দাবি করে সংবাদ সম্মেলন করে তার পরিবার।

মঙ্গলবার (২২ জুন) সকালে চুনারুঘাট প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত ও মৌখিক বক্তব্য প্রেস করেন নিহত আবু মিয়ার পুত্র মানিক মিয়া ও তার ভাতিজা জয়নাল মিয়া। এছাড়া নিহত আবু মিয়ার বৃদ্ধ স্ত্রী ফুলবানু উপস্থিত থেকে কান্নায় ভেঙ্গে পড়েন।

তারা বলেন, গত ২০ মে রাতে পবিত্র রমজান মাসে চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের রাণীকোর্ট বাজারে শালিশের কথা বলে একদল সংঘবদ্ধ লোক পুর্ব পরিকল্পনা করে তার বাবা জয়নাল আবেদীন আবুমিয়া (৭৫) কে পিঠিয়ে হত্যা করে।

মানিক মিয়া বলেন, তারা আমার বাবা কে হত্যা করে ক্রান্ত হয়নি, আমার পরিবার কে ভিটে ছাড়া করার জন্য কয়েকটি মিথ্যা মামলা দিয়েছে। পুলিশ ও আমাদের বিরুদ্ধে মামলা রুজ্জু করে আমাকে থানায় নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এমন কি মামলার তদন্তকারী কর্মকর্তা আমার শার্টের কলার ধরে টানাটানি করে। এমতাবস্থায় আমার পরিবারের সদস্যরা জানমাল নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছে।

তারা আরও বলেন, আমার বাবা নিহত হওয়ার এতদিন হয়ে গেলেও মুল আসামীরা ধরাছোয়ার বাহিরে।একটি প্রভাবশালী মহলের চাপে মুল আসামীদের এজাহার করতে পারিনি। পরে মাননীয় পুলিশ সুপার এর নিকট ৬ জনের নাম উল্লেখ করে আবেদন দিলে, তিনি চুনারুঘাট থানার ওসি কে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন কিন্তু রহস্যজনক কারণে তাদের অনেকেই থানায় সচরাচর ঘুরাফেরা করেন।

পরিশেষে তারা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, ডিআইজি ও এসপির কাছে খুনিদের ফাঁসি দাবি করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com