শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

আমলা বনাম রাজনীতিক বিতর্ক: সচিব সভা স্থগিত

তরফ নিউজ ডেস্ক : চার বছর পর আগামী ৪ জুলাই ‘সচিব সভা’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎই গুরুত্বপূর্ণ এই সভাটি স্থগিত করা হয়েছে। কিন্তু কেনো সম্ভাব্য এই সভাটি স্থগিত করা হলো তা নিয়ে চলছে নানা আলোচনা। আমলারা ‘সরকার নিয়ন্ত্রণ করছে’ জাতীয় সংসদে সম্প্রতি এ ধরণের তর্ক-বিতর্কের পরপরই প্রধানমন্ত্রী সচিব সভাটি স্থগিত করলেন। আর এ কারণে সংশ্লিদের মধ্যে নানা প্রশ্ন জাগছে।

সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয়ে অনুবিভাগ সচিব সভার কার্যক্রম তদারকি করে। এ প্রসঙ্গে সমন্বয়ে অনুবিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার গণমাধ্যমকে জানিয়েছেন, ৪ জুলাই সচিব সভা হচ্ছে না। আপাতত এটুকুই। তিনি গণমাধ্যমকে এর বাইরে আর কিছুই জানাতে রাজি নন।

‘লকডাউনের কারণে হয়তো সচিব সভা স্থগিত করা হয়েছে’ মন্ত্রিপরিষদ বিভাগের কোনো কোনো সূত্র এমনটি দাবি করতে চাইছে। কিন্তু এ ধরণের দাবির কোনো যুক্তি দেখছে না সংশ্লিষ্ট অনেকেই। এর কারণ, করোনাকালে লকডাউনের মধ্যেই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অনেক সভা করেন। সচিব সভাটিও ভার্চুয়ালি হওয়ার কথা ছিল। সেকারণে করোনা বা লকডাউন এক্ষেত্রে কোনো বাধা নয়। ফলে অভিজ্ঞরা মনে করছেন, সচিব কমিটির সভা স্থগিত করার পেছনে ভিন্ন কোনো কারণ থাকতে পারে।

বেশ কয়েকদিন ধরেই আমলাদের দৌরাত্ব এবং আধিপত্য নিয়ে বিভিন্ন রকম তর্ক-বিতর্ক চলছিল। সর্বশেষ জাতীয় সংসদে সরকারে আমলাদের প্রভাব নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এই প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী সচিব সভা স্থগিত করলেন কিনা তা স্পষ্ট নয়।

প্রসঙ্গত, মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে সচিব সভাটি ভার্চুয়ালি হওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী তা স্থগিত করেছেন। সভা উপলক্ষে সাতটি এজেন্ডাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছিল এবং এই সভায় প্রধানমন্ত্রী সচিবদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিবেন বলে জানানো হয়েছিল। কিন্তু আপাতত সভাটি হচ্ছে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com