মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে শ্মশানঘাটের জমি নিয়ে উত্তেজনা, ইউএনও আশ্বাসে পরিস্থিতি শান্ত

শ্রীমঙ্গল মৌলভীবাজা) প্রতিনিধি: উত্তেজনা ছড়ানো মৌলভীবাজারের শ্রীমঙ্গল উত্তর উত্তরশূর সার্বজনীন শ্মশানঘাট পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

শনিবার দুপুর ১টায় এলাবাসীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভুমি) নেছার উদ্দিন, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। এ সময় ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সদস্য দুদু মিয়া ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন স্থানীয়দের কাছ থেকে ঘটনা শোনে বিষয়টি স্থায়ীভাবে নিস্পত্তির জন্য উভয় পক্ষের নিয়ে উপজেলায় বসে শেষ করার সিন্ধান্ত দেন। একই সাথে ওই জায়গা যেভাবে আছে সেভাবেই রাখার নির্দেশ দেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল উত্তর উত্তরশূর শ্মশানঘাট নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ দেখা দিলে তিনি সরজমিনে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলেছেন। কাছাকাছি সময়ে সবাইকে নিয়ে বসে এর সমাধান করে দিবেন। এই সময়ের মধ্যে কোন পক্ষ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য গত সোমবার রাতে শ্রীমঙ্গল উত্তর উত্তরশূর শ্মশানঘাটের উপর দিয়ে রাস্তা করায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com