মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান স্ব-পরিবারে করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন।
সোমবার (৫ জুলাই) জেলা প্রশাসন সুত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, জেলা প্রশাসকের পরিবারের সকলের ঠান্ডা, কাশি ও জ¦র দেখা দিলে করোনা পরীক্ষার জন্য সেম্পুল দেন। পরে পরিবারের সকলেরই রিপোর্ট পজেটিভ আসে। তিনি এখন বাসায় আইসোলেশনে রয়েছেন।
তিনি জেলার করোনা পরিস্থিতিসহ সার্বিক উন্নয়নে রাত দিন নিরলস কাজ করে যাচ্ছিলেন। জেলা প্রশাসক হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় সামাজিক উন্নয়নে উনার বিচরণ ছিল লক্ষণীয়। ইতিমধ্যে তিনি সিলেট বিভাগের শ্রেষ্ট শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১ পেয়ে বিভাগের শ্রেষ্ট নির্বাচিত হয়েছেন।
অত্যন্ত দক্ষ ও কর্মঠ এই জেলা প্রশাসক নিজের এবং পরিবারের সদস্যদের করোনাভাইরাস থেকে মুক্তির জন্য জেলাবাসী সহ দেশের সকলের কাছে দোয়া ও আশির্বাদ ছেয়েছেন।